‘ইলমে দীন’ অর্জন করা সকল মুসলমান নারী ও পুরুষের উপর ফরয। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, طلب العلم فريضة على كل مسلم ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। তবে নারীদের শিক্ষা নারীদের উপযোগী করে দেওয়ার বিষয়ে ইসলাম বিশেষ গুরুত্বারোপ করেছে। কারণ নারীদের জ্ঞান-বুদ্ধি, শক্তি-সামর্থ, প্রয়োজন ও চাহিদা পুরুষের চেয়ে ভিন্ন। নারীত্বের কিছু বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা প্রকৃতিগত, যা অনস্বীকার্য ও সেদিকে লক্ষ রাখাও মানবিকতার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদেরকে তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা দিতেন এবং এ বিষয়ে সকলের প্রতি গুরুত্বারোপ করতেন। মহিলা সাহাবীদের মাঝেও আলেমা, হাফেজা, ফকীহাহ, মুহাদ্দিসাহ ও দীনি ইলমে বুৎপত্তি লাভকারী অনেক মহিলা ছিলেন। হযরত আয়েশা রা. ফকীহুল উম্মাহ ছিলেন! হযরত উম্মে সালামা রা. ফকীহ ও মুফতী ছিলেন। হযরত যায়নাব বিনতে আবু সালামাহ… [ আরও পড়ুন ]
বাৎসরিক ওয়াজ মাহফিল সংক্রান্ত নোটিশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
--- [ বিস্তারিত ]
আজকে
গতকালকে
এই সপ্তাহে
এই মাসে
এই বছরে
সর্বমোট